মো. জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচংয়ে সোমবার বিকেলে সন্ত্রাসীদের ছুরিঘাতে যুবক নিহতের ঘটনায় ১৬ জনকে আসামী করে মঙ্গলবার বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী মোসাঃ জেসমিন আক্তার।
মামলার বিবরণে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম গ্রামের আবদুল লতিফের ছেলে মোঃ শরীফুল ইসলাম ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া বৈশাখী মেলা শেষে বাড়ী ফেরার পথে ময়নামতি ইউনিয়নের গন্ডুল এলাকার গৌরাঙ্গ ডাক্তারের বাড়ি সংলগ্ন শ্বশ্মানে সন্ত্রাসীরা শরীফকে উপর্যপুরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ জেসমিন আক্তার বাদী হয়ে ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামের আবুল কাশেম ও আবুল হাসেমসহ ৮ জন নামীয় ও অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামী করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছে মামলা নং ৪২, তারিখ ২৮/০৪/২০১৫ইং।