আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু দফা তীব্র মাত্রার ভুমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে দিকে এ ভুমিকম্প অনুভুত হয়। এ সময় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। ঘর ছেড়ে বাইরে রাস্তায় বেরিয়ে পড়ে। অনেককে ভয়ে মাটিতে শুয়ে পড়ে। প্রথম দফায় প্রায় দেড় মিনিট এবং পরের দফায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়। এ সময় বিভিন্ন এলাকার পুকুর ও নদীর পানি ফুলে ওঠে। তবে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, দু দফা ভুমিকম্পে কোনো ক্ষতির বা হতাহতের খবর পাওয়া যায়নি।