আলমগীর হোসেন,দাউদকান্দি :–
আজ শনিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে দাউদকান্দিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে খোলা মাঠে অবস্থান নেয়। ভূমিকম্পে বিভিন্ন ঘর বাড়ি ও দালাল কোঠা কেপে উঠে। ঘরের বিভিন্ন আসবাবপত্র, টিভি, ফ্রিজ ও সিলিং ফ্যানকে দোলতে দেখা যায়। পুকুর,খাল, ডোবা ও বিলের পানি কয়েক ফুট উপড়ে উঠতে দেখা গেছে। এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভূমিকম্পে আতঙ্কিক হয়ে দ্রুত শ্রেণী কক্ষ ছেড়ে মাঠে চলে আসেন। তবে ভূমিকম্পে দাউদকান্দি উপজেলায় কোন ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
