আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে গাজা সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় রয়েল কোচ পরিবহনে তল্লাশী চালিয়ে শরীলে পেঁচানো ১ কেজী গাজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আব্দুল্লাহ (৫০) চাঁপাই নবাবগঞ্জ জেলার জোরবাগনা থানার আরামবাগ গ্রামের মৃত সাইফুল ইসলামের পুত্র। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
