দেবিদ্বার প্রতিনিধি :–
দেবিদ্বার কলেজ রোডের ভুইয়া মার্কেটস্থ কার্যালয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কো:লি: এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বৃহস্পতিবার সকালে দেবিদ্বার মডেল জোন’র ইনচার্জ মো.কাউছার আলম’র সভাপতিত্বে ও মো.হাবিবুর রহমানের পরচিলানায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ’র বি-বাড়ীয়া ১,২ এলাকার ভাইস প্রেসিডেন্ট মো.মফিজুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কোম্পানীর কর্মকর্তা বাবু সুনীল চন্দ্র কর,এম.এ হান্নান মুন্সী,পারভীন সুলতানা, কামরুল হাসান প্রমুখ।এ সময় এলাকার ৩০০ জনের অধিক কর্মি বৃন্দের উপস্থিতিতে মিলাদ মাহফিল ,দোয়া,কর্মি মম্মেলন ও কেক কেটে কোম্পানীর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়।
