কুমিল্লা প্রতিনিধি :–
ধানের সাথে মাছ চাষ,এই পদ্ধতি অনেক পুরোনো হলেও এই নিয়ে তেমন একটা আগ্রহী হতে দেখা যায়না সাধারণ কৃষকদের। তবে এ ক্ষেত্রে সফলতা পেয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সফল কৃষক ও রৌপ্য পদক প্রাপ্ত মৎস্য চাষী মোঃ শাহ আলম। বৃহষ্পতিবার সকালে সদর উপজেলার আড়াইওড়া গ্রামে জেলা কৃষি বিভাগ আয়োজিত এক মাঠ দিবসে এই তথ্য জানানো হয়। আয়োজিত মাঠ দিবসে বাম্পার ফলন হওয়া বোরো ধানের কর্তন উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ আসাদ উল্লাহ।এই অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ জানান,একই জমিতে ধানের সাথে মাছ চাষ করলে খরচ কম হয় এবং ভ’মির ব্যবহারে সফলতা পাওয়া যায়। পাশা পাশি ধান ক্ষেতের পোকা মাকর মাছে খায়।আর মাছের বিষ্টা সার হিসেবে ধান ফলনে কাজে লাগে। এতে করে ধান ও মাছ উভয় চাষে ব্যপক সফলতা পাওয়া যায়। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তর দূর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে কৃষক শাহালমের চাষ করা বি আর -১৬ ধান আবাদকৃত জমিতে ২০ বর্গ মিটার জমির ধান কেটে ধান পাওয়া গেছে ১৬.৮ কেজী।আর প্রতি শতকে মাছ উৎপাদন হয়েছে ৮ কেজী। যা পুকুরে মাছ চাষ করলে পাওয়া যেত ৩৫ কেজী মাছ। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আনোয়ার হোসেন,কৃষি সম্প্রসারণ অফিসার শাহনাজ বেগম,উপ সহকারী কৃষি কমৃকর্তা মোঃ মোহসীন তালুকদার,পরি সংখ্যান সহকারী আবদুল হকসহ ঐ এলাকার কৃষকরা।