শাহনুরুল আলম, লাকসাম :–
কুমিল্লার লাকসামে ভ্রাম্যমান আদালতে অভিযানে ২টি হোটেল ও ৭টি ট্রাকের ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শফিউল আলম এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ওইদিন সকালে লাকসাম পৌর শহরের কুমিল্লা রেস্তোরা ও ক্যাফে নুর হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং শহরে যানযট সৃষ্টি ও রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হলেও ওই সময় মালামাল লোড-আনলোড করার অভিযোগে ৭টি ট্রাকের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।
