সরকার সর্বদা গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে—মোঃ তাজুল ইসলাম এমপি

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি :–

মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে নয়নপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে গত রবিবার নয়নপুর গ্রামের পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মো: তাজুল ইসলাম বলেছেন, আওয়ামীলীগ সরকার সর্বদা গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই অল্প সময়ের মধ্যেই লাকসাম- মনোহরগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে সমগ্র বাংলাদেশ। তিনি সরকারের নানাধর্মী পরিকল্পনাকে জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি বলেন , আমরা যখনি ক্ষমতায় এসেছি জনগণের জান-মালের নিরাপত্তা ও ভাগ্যোন্নয়নে কাজ করেছি। তাছাড়াও লাকসাম-মনোহরগঞ্জের মানুষের কল্যাণে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি, পাশাপাশি আইনের শাসন ও ন্যায় বিচার সু-প্রতিষ্ঠিত হয়েছে লাকসাম- মনোহরগঞ্জে। আমি লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছি। ভবিষৎতে আরো উন্নয়ন করে যাবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন আমি এই নয়নপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে প্রথম এসেছি এই বিদ্যালয়ের ভবনের অভাবে শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত ঘটছে তা আমার জানা ছিলোনা। তাই আমি এই বিদ্যালয়ে নতুন একটি টিনের ঘর করে দিবো এবয় বিদ্যালয়ের সামনের রাস্থাসহ মাঠ মাটি দিয়ে ভরাট করে দিবো। তিনি বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করার জন্য চেষ্টা করার প্রতিশ্্রুতি ব্যক্ত করেন। বাইশগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল আয়েস ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়া, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লাকসাম জোনাল অফিসের ডিজিএম মো: হযরত আলী, সৌদি আরব রিয়াদ শাখার আওয়ামীলীগের সহ- সভাপতি ও বিশিষ্ট দানবীর মো: জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন গাজী গোলাম সারওয়ার প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল মোহাম্মদ আলী। হাসনাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেনের উপস্থাপনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম গোবিন্দপুর ইউপি সাবেক চেয়ারম্যান আবদুল মন্নান মনু, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ আবদুল হাই সরকার, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা মো:তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন ভূঁইয়া, হাসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাজী নুরুল ইসলাম (অব: পুলিশ পরিদর্শক), বিশিষ্ট যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো: আবদুল মুনাফ, হাসনাবাদ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, হাসনাবাদ ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকন, হাসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনির আহম্মদ ফরাজী, আনোয়ার হোসেন নরপাইয়া, তোফাজ্জল হোসেন দুলাল নরপাইয়া, বাইশগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইব্রাহীম হাওলাদার, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেন বাবলু, সহ-সভাপতি আমিরুল ইসলাম, ফয়েজ আহমেদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এমএইচ নোমান, সাবেক সাধারণ সম্পাদক শাহীন জিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক জানে আলম, উপজেলা ছাত্রলীগ নেতা মফিজুর রহমান, হাসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাহবুব আলম, হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাহাদাত হোসেন অপু সহ বাইশগাঁও ইউনিয়ন ও হাসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাজুল ইসলাম এমপির হাতে ফুল দিয়ে, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি আওয়ামীলীগে যোগদান করেন। এছাড়াও পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ মানিক আওয়ামীলীগে যোগদান করেন। বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল মোহাম্মদ আলীর নেতৃত্বে হাসনাবাদ ইউনিয়নের নয়নপুর গ্রামের মতিন মিজি, ফয়সাল, শাহাদাৎ, আলআমিন, রাজীব, তোফাজ্জল, সোহেল, রাসেল, শাহআলম, সজীব, ফয়েজ, ফিরোজ, পারভেজ, সিপন, মামুন, শাহাদাৎ, জাকির, জামাল, জহির, জাহাঙ্গীর, লিটন, সাইফুল বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাজুল ইসলাম এমপির হাতে ফুল দিয়ে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...