চৌদ্দগ্রাম (কুমিল্লা)প্রতিনিধি:—
প্রাইম ব্যাংক এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে গত সোমবার সকালে চৌদ্দগ্রাম প্রাইম ব্যাংক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা এবং প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান। প্রাইম ব্যাক চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক আবুল খায়েরের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক খোরশেদ আলম, ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপন মোঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা কাজী শাহ জাহান, যুবলীগ নেতা মোতাহের হোসেন ঝুমন। এ সময় চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকের বিপুল সংখ্যক উপস্থিতি ছিল।