নিজস্ব প্রতিবেদক :–
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী সভা ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ ইমরান হোছাইনের পরিচালনায়, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাষ্টার নুর আহম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কাশেম সওদাগর, আমিনুল ইসলাম (বাবলু), কাজী মাহি উদ্দিন (নয়ন), মোঃ তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন, মোঃ ফারুক হোসেন ব্যাপারী, কাজী বসীর আহম্মদ, শাহ আলম মজুমদার, এনামূল হক শিপন, ঢা.বি.বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ জহিরুল ইসলাম, খিরনশাল ইবনে সিনা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক, কাজী রিয়াজ উদ্দিন, প্রতিষ্ঠানের শিক্ষিকা ছফুরা বেগম, শাহিদা বেগম, শেফালী আক্তার। অভিভাবকদের উদ্দেশ্যে আলোচনা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা কাউছার আলম, প্রতিষ্ঠানের পরিচালক এবং নাঙ্গলকোট ডাঃ মোজাম্মেল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ সাংবাদিক এইচ.এম.আজিজুল হক, ইউনুছ মিয়া।