মো. আলাউদ্দিন :–
কুমিল্লার নাঙ্গলকোট গতকাল রবিবার এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মুসলিম মিয়া প্রকাশ ইয়াবা মুসলিম। সে উপজেলার দৌলখাঁড় ইউপি আইটপাড়া গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে।
রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানার এ এসআই আব্দুর রহিমের নের্তৃত্বে অভিযান চালিয়ে পুলিশ দৌলখাঁড় বাজার থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।