সাধন সাহা জয়: নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া )প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়িগাঁও থেকে শুক্রবার সকালে ইজিঁবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, নবীনগর উপজেলার চরলাপাং মধ্যপাড়ার মৃত আবদুল বারেক মিয়ার ছেলে শাহিন মিয়া(২০)।
গত চার মাস পূর্বে চালক শাহিনের সাথে দড়িগাঁও গ্রামের আবদুল জলিল মিয়ার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাহিন তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছে।
ঘটনার দিন তার ঘরে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে প্রেরন করে। এবং একটি ইউডি মামলা করা হয়।
তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে মৃতের পরিবার সন্দেহ করেছেন। এ ঘটনার পর থেকে শাহিনের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে মৃতের মা জানান।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপক কুমার সাহা জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরন করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।