নিজস্ব প্রতিবেদক :–
টেলিভিশন জার্নলিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার নব নির্বাচিত কমিটির দ্বায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি এম ফিরোজ মিয়া। অনুষ্ঠানে আগামী দিনে সংগঠনের পথচলা ও সাংগঠনিক বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এন নির্বাচিত সভাপতি বাংলাভিশন টিভির প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ,সাধারণ সম্পাদক একুশে টিভির প্রতিনিধি হুমায়ূন কবীর রণী,বিদায়ী সহ সাধারণ সম্পাদক একাত্তর টিভির প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক,কার্য নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস। পরে সংগঠনের ফাইলপত্র নতুন কমিটির কাছে বুঝিয়ে দিয়ে দ্বায়িত্ব হস্তান্তর পর্ব অনুষ্ঠিত হয়।