নিজস্ব প্রতিবেদক :–
আজ রাতেই জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে। এ জন্য বিকেলে হঠাৎ করেই কারাগারের ভেতরে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিনিয়র জেল সুপার ফরমান আলী কারাগারের ভেতর প্রবেশ করেছেন। তবে তিনি কোনো কথা বলতে রাজি হননি। পরে সিভিল সার্জন ও লালবাগ জোনের ডিসি মফিজ উদ্দীনও কারাগারের ভেতরে প্রবেশ করেন।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেন, আজ (শুক্রবার) রাত ১২টা ১মিনিট অথবা ভোর রাতে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।
এদিকে পুলিশ সদর দফতরের বিশেষ সূত্র জানিয়েছে শুক্রবার রাতেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।
কামারুজ্জামানের বড় ছেলে জানান, বাবার সঙ্গে শেষ দেখা হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। সারাদিন আমরা এজন্য প্রস্তুত ছিলাম। কিন্তু কারা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি।