চাঁদপুরে ২শ কেজি জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি :–

চাঁদপুর লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে দুইশ কেজি জাটকা মাছ আটক করেছে কোস্টগার্ড।

জেলার এখলাছপুরে পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি শরীয়তপুর-৩, এমভি পূবালী ও এমভি মর্নিংসান’ থেকে এগুলো আটক করা হয়েছে। এছাড়া একই সময় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি রাসেল-১’ থেকে দেড়শ কেজি ইলিশও আটক করা হয়েছে।

কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান জাগোনিউজকে জানান, জব্দকৃত জাটকা ও ইলিশগুলো এতিমখানা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়। যার আনুমানিক মূল এক লক্ষ ৫০ হাজার টাকা।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...