ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ প্রেস ইনন্সিটিউটের (পিআইবি) উদ্যোগে শিশু সাংবাদিকদের জন্য শুরু হয়েছে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
বৃহস্পতিবার দপুরে জেলা সদর হাসপাতালের ডা. মিলন সভা কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।
পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন স্কুল-কলেজে অধ্যয়নরত ৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির প্রশিক্ষক মো. আবদুল মান্নান, লোকাল ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্টের উপদেষ্টা আবদুলাহ শাহরিয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু।