মো. হাবিবুর রহমান,মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর থানা পুলিশ আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ও ১২ মামলার পলাতক আসামী শাহজালালকে (৩৬) গ্রেফতার পূর্বক ৭ দিনের পুলিশী রিমান্ড চেয়ে শুক্রবার দুপুরে কোর্ট হাজতে সোপর্দ করেছে। সে চান্দিনা উপজেলার ছগুড়া পাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, থানার এসআই নুরুল আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত অনুমান সাড়ে ১১টায় পান্তি এলাকা থেকে আটক করে। ডাকাত দলের সর্দার শাহজালালের বিরুদ্ধে চান্দিনা. দেবিদ্বার ও মুরাদনগর থানায় ১২টি ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে সে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের পাটুয়াটুলি গ্রামে সংঘটিত ডাকাতির নেতৃত্ব দেন বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
