আকবর হোসেন:–
গত বুধবার রাত পৌনে ৯ ঘটিকার সময় কুমিল্লা জেলখানার পশ্চিমপাশ দিয়ে চিড়িয়াখানা কালিয়াজুড়ি রোডটির শুরুতেই রাস্তার মাঝখানে ছিনতাইকারীদের কবলে পড়ে মোবাইল সেট, নগদ টাকা হারান কুমিল্লা শহরের হোমিওপ্যাথিক চিকিৎসক, প্রভাষক রফিকুল ইসলামের নামে গড়ে উঠা ডা. রফিক গবেষনা পরিষদের আহবায়ক ডাক্তার খাইরুল ইসলাম সুমন। তিনি জানান, আমি তিতাস উপজেলার বাতাকান্দি চেম্বার থেকে বাসে করে এসে বিশ্বরোড আসি, বিশ্বরোড থেকে সিএনজিতে শাসনগাছা নেমে রাজগঞ্জের উদ্দেশ্যে অটো-রিক্সায় উঠি। শাসনগাছা থেকে রেললাইনের পূর্বে ফ্লাইওভারের কাজ করার জন্য জ্যাম লাগে। জ্যাম লাগার কারণে বিপরীতমুখী রোড দিয়ে ঘুরে জেলখানার কাছাকাছি আসার পরই অন্ধকার জায়গা দেখে পাশে বসা অন্য যাত্রীগুলো এক হয়ে আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে হাতে থাকা মোবাইল সেট, নগদ ৫হাজার ১ শত ৫ টাকা, মানিব্যাগে থাকা কয়েকটি সামাজিক সংগঠনের পরিচয়পত্র, সিম নিয়ে যায়। পরিচয়পত্রগুলো দিয়ে কোনরুপ সমস্যা হবে কিনা এ কারনে তিনি বেশ চিন্তিত। এ ব্যাপারে কোনরুপ মামলা এখনও পর্যন্ত না করলেও প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।