–মো.আলী আশরাফ খান
একদা আমি জন্মেছিলাম
এক সবুজ-শ্যামল-কোমল মৃত্তিকায়,
দিনে দিনে তা বদলাতে বদলাতে
ভিন্ন চিত্র! আজ চেনা বড় দায়।
অগনিত শকুনের নখের আঘাতে আঘাতে
ক্ষত-বিক্ষত আমার প্রিয় এ মায়ের বুক,
ছিন্ন-বিচ্ছিন্ন-বসÍ্রহীন আমার মা
আহ! কি যে এই নিদারুণ কষ্ট
বলো, বলার ভাষা কোথায় পাই?
চারদিকে রক্ত আর লাল-কালো রক্ত
রক্তের দাগ বিভীষিকাময় দৃশ্য
শত জনমের স¦¦প্ন হয়ে গেছে ধূলিসাৎ।
আমি এখন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে
চিৎকার করে বলতে চাই,
হে নবীন তোমার হাতে সঁপে দিলাম
আমার প্রিয় এই বিধ্বসÍ মৃত্তিকা।
======================
মো. আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
তারিখ:০৮.০৪.১৫