ঢাকা :–
জাটকা সংরক্ষণ অভিযান ২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদী এবং সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় অভিযান পরিচালনা করছে। উক্ত অভিযানে গত তিন সপ্তাহে ২০ কোটি টাকা মূল্যের অবৈধ জাল আটক ও ১৬০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। রূপালী সম্পদ ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জাটকা নিধন প্রতিরোধে এ অভিযান পরিচালনা করছে।
জাটকা সংরক্ষণ প্রকল্পের আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। গত ১৫ মার্চ ২০১৫ হতে দেশের জাটকা সমৃদ্ধ বিভিন্ন নদ-নদীসমূহে অভিযান পরিচালনার মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৬৯ লাখ ৬৭ হাজার ৭৪০ মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। আটককৃত জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী উক্ত ‘জাটকা সংরক্ষণ অভিযান’ আগামী ৩১ মে ২০১৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে। ইতিমধ্যে এ অভিযানের ফলে দেশের নদ-নদীসমূহে জাতীয় সম্পদ ইলিশের সমাগম পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।