আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য উপজেলা চেয়ারম্যান হিসেবে মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৫ ভূষিত করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঢাকায় “বাগিচা চাইনিজ রেষ্টুরেন্ট”এ একটি অরাজনৈতিক মানব সেবা মূলক প্রতিষ্ঠান জীবনের জন্য জীবন ফাউন্ডেশনের উদ্যোগে ভেজাল বিরোধী জনসচেতনায় জনপ্রতিনিধির ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মনা ক্রেষ্ট প্রদান করা হয়। সাবেক বিচারপতি সৈয়দ আবু কাউসার মোঃ দবিরুস্বানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক আপিলেট ডিভিশন বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক বিচারপতি বাংলাদেশ মানবাধিকার ব্যুারোর মহাসচিব ডক্টর মোঃ শাহজাহান, নজরুল ইনস্টিটিউটের উপ-পরিচালক বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন, জীবনের জন্য জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম চুন্নু, সাধারণ সম্পাদক গোবিন্ধ লাল সরকার প্রমূখ। এছাড়াও গত ৫ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ভিআইপি সেমিনার হলে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদের উদ্যোগে অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪১ তম জম্ম বাষির্কী উপলক্ষে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার শেরে বাংলা এ কে ফজলুল হক স্বর্ণপদক-২০১৪ ভূষিত হন।