মুরাদনগর প্রতিনিধি :–
কুমিল্লার মুরাদনগরে প্রবল ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি, ফসলের জমি ও গাছ-পালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উপজেলার বিভিন্নস্থানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় ঘটে। এছাড়াও স্থানীয় বলিঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয় বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গত শনিবার রাতে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে মুরাদনগর উপজেলার উত্তর সীমান্তবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ে আকবপুর ইউনিয়নের বলিঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়টি বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হাক্কানী জানান, আকস্মিক ঘূর্ণিঝড়ে কয়েকটি গাছ ভেঙে স্কুলের উপর পড়লে টিনসেড ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে চেয়ার-টেবিলসহ সকল আসবাব পত্র নিচে চাপা পড়ে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া জানান, সরকার স্কুলটি মেরামতে সহায়তা না করলে শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটবে। এদিকে একই রাতে বলিঘর ছাড়াও আকবপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে ঘূর্ণিঝড়ে ঘর-বাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় গত ৩ দিনে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।