আলমগীর হোসেন,দাউদকান্দি :–
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুঁইয়া এম.পি বলেছেন, বর্তমান বিশ্ব চলছে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে, বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। বর্তমান সরকার তথ্য প্রযুক্তিকে জনগণের দোরগোড়ায় পৌছে দিয়েছে তিনি বলেন, সরকারের সহায়তায় ও জনগণের ব্যাপক অংশ গ্রহনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। দেশকে সমৃদ্ধ ও জনগণকে স্বাবলম্বী করতে হলে এর বিকল্প নেই। তিনি আজ দাউদকান্দি উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে এ কথা বলেন। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাৎ পারুল আক্তার, দাউদকান্দি পৌর মেয়র ভিপি আব্দুছ সাত্তার, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজী শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা নাছির, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, দাউদকান্দি প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী প্রমূখ।
