আলমগীর হোসেন,দাউদকান্দি :–
অবশেষে দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফারুক হোসেন জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের নিবার্চন পরিচালক-২ এর উপ-সচিব সামসুল আলমের স্বাক্ষরিত চিঠিতে তফসিল ঘোষনা করা হয়। দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসারের সহকারী মোঃ মহিউদ্দীন জানান, নিবার্চনে আগামী ১২ এপ্রিল রবিবার মনোয়ন পত্র দাখিলের শেষ দিন, ১৫ এপ্রিল বুধবার মনোয়ন পত্র যাচাই-বাছাই, ২৩ এপ্রিল বৃহস্পতিবার মনোয়ন পত্র প্রত্যাহার এবং আগামী ৯ মে শনিবার দাউদকান্দি উপজেলা নিবার্চন অনুষ্ঠিত হবে। এবার দাউদকান্দি উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৯ হাজার ৭ শত ৫৪ জন।