নাসিরনগরে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ চত্বরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার- ২০১৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে এসময় মেলায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাফর আহমেদ,উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা ছায়েদুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মনজুমা আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহিবুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম,উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন,উপ-সহকারী প্রকৌশলী রুপক মিয়া,পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার,প্রধান শিক্ষিকা কামরুন নাহার,প্রধান শিক্ষক আবদুর রহিম,আওয়ামীলীগ নেতা হাজ্বী আবদুল গাফ্ফার,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...