মো. জাকির হোসেন :–
কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর ডিএডি মোঃ মোস্তাকিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত ২৯ মার্চ রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার মাদক সম্রাজ্ঞী শাহানা আক্তারকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর ডিএডি মোঃ মোস্তাকিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালান। অভিযানে গঙ্গানগর গ্রামের মোঃ দুলাল মিয়ার বসত ঘরে তল্লাসি চালিয়ে ঘর থেকে ৫ বোতল ফেন্সিডিল, ১৭ বোতল স্কাফ সিরাপ, ৩ বোতল হোয়াইট ম্যাজিক, ৫ বোতল ব্যাগপাইপার হুইস্কি, ১ বোতল ডুইয়েল’স হুইস্কি উদ্ধার করে। এসময় মোঃ দুলাল মিয়া স্ত্রী মাদক সম্রাজ্ঞী শাহানা আক্তার(৪৫) কে গ্রেফতার করেন। পরে সোমবার ধৃত আসামী বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে, মামলা নং ২০।
