আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকালে উপজেলার বরকোটা এলাকা থেকে গলাকাটা এক অজ্ঞাত এক যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আনোয়ারুল হক জানান, নিহতের পরিচয় ও হত্যা রহস্য উদঘাটনে পুলিশ চেষ্ঠা চালাচ্ছে।
