কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লায় বর্ণাঢ্য র্যালী-আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব যক্ষা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর টাউনহলে দিবসটির গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে যক্ষা দিবস কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান।
দিবসটি উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নগরীর টাউনহল থেকে যক্ষা খুজঁবো ঘরে ঘরে-সুস্থ করবো চিকিৎসা করে শ্লোগানে ব্যানার-ফেষ্টুন, প্লেকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কুমিল্লা জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ডা: তৃপ্তি ঘোষ, ডা: হেদায়েত উল্লাহসহ আরো অনেকে।
