মো.জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ সোমবার সকালে সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩ নেতা-কর্মীকে আটক করেছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুর-ডাকলাপাড়া এলাকায় গাড়ীতে আগুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ী ইনচার্জ এস আই তৌহিদুর রহমান উপজেলার মোকাম ইউনিয়নের সৈয়দপুর-ডাকলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলো বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রামের সাহেব আলীর পুত্র আবুল বাসার (২৮) একই গ্রামের আঃ মালেকের পুত্র আঃ হালিম (২৫) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সিরাজখান গ্রামের সফিকুল ইসলামের ছেলে আবদুল আল মামুন(৩০)। পুলিশ জানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরন করা হবে।
