আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
মনোহরগঞ্জ উপজেলার মনিপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মসজিদ প্রাঙ্গনে আগামী ২৩ মার্চ সোমবার এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান দোয়ায়েগীর হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের মীরসরাই থেকে আগত পীরজাদা হযরত মাওলানা মাকসুদুল ইসলাম লতিফী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লাকসাম থেকে আগত হযরত মাওলানা আবদুল মালেক আফসারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা শাখাওয়াত হোসেন সহ আরো অনেকে। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনির আহমেদ (দলিল লিখক), মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মনিপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও সৌদি প্রবাসী মোঃ জাকের হোসেন। মাহফিলে আরো উপস্থিত থাকবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে সকল মুসলমান ভাইদেরকে জিকিরের সাথে সাথে, দলে দলে মাহফিলে যোগদান করে মাহফিলকে সাফল্য মন্ডিত করুন।
