আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
মঙ্গলবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসা ও আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৫তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। আলীনকিপুর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম ইয়াছিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইনের পরিচালনায় জাতির পিতার জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা কামাল মোহাম্মদ আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীরমুক্তিযোদ্ধা ইউসুফ জামান, শাহজাহান কবির, লুৎফর রহমান, মোজাম্মেল আলম, আবু সাঈদ, দেলোয়ার হোসেন, অতিরিক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান, শিল্পী রানী, শাহিনুর আক্তার, শিবু চন্দ্র সরকার, গৌরাঙ্গ চন্দ্র কর্মকার, আলীনকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আলম, শাহানা পারভীন, মনোয়ারা বেগম, শরীফ উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মনির হোসেন নেয়ামত, যুগ্ম- সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মনির, সাংবাদিক আকবর হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৫তম জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আনিসুর রহমান। শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এদিকে হাসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে মাদ্রসা মিলনায়তনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মকবুল আহম্মেদ, সহ-সুপার মাওলানা আবদুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা ওয়াজি উল্লাহ, মোঃ নুরুল আমিন বিএসসি.বিএড, মঞ্জুরুল হক, আবদুর রশিদ সহ আরো অনেকে। অন্যদিকে হাসনাবাদ ইউনিয়নের মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শ্যামল চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনির আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিন জিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী শাহাব উদ্দিন সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এ উপলক্ষে বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ৫ম শ্রেণির ছাত্রী নওশিন তাবাসসুম নোভাকে পুরষ্কার প্রদান করা হয়।