মো: হাবিবুর রহমান :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে ৩ বছরের শিশু নিরব মিয়াকে গলা কেটে হত্যার অভিযোগে পুলিশ মাদকাসক্ত দাদা বাচ্চু মিয়াকে (৬২) আটক করেছে। এ ঘটনায় নিরব মিয়ার পিতা বিল্লাল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পাঁচপুকুরিয়া গ্রামের বিল্লাল হোসেনের ৩ বছরের একটি ছেলে ও আড়াই মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো বিল্লাল হোসেন রাজমিস্ত্রি কাজ করার জন্য অন্যত্র চলে যায়। এর মধ্যে ৩ বছরের ছেলে ও আড়াই মাসের মেয়েকে বাসায় রেখে মা তাছলিমা আক্তারও কচুরিপানা তুলতে জমিনে চলে যায়। এ সুযোগে কে-বা কারা ৩ বছরের শিশু নিরব মিয়াকে নিজ ঘরের চকির উপর গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পাশের বাড়ির ফারজাানা আক্তার সকাল অনুমান সাড়ে ১০টায় তাছলিমা আক্তারকে খোঁজ করতে এসে ৩ বছরের শিশু নিরব মিয়াকে গলা কাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। তখন এলাকার লোকজন এসে থানায় খবর দিলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র হাজারী ও এসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে বিকেলে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সূরতহালপূর্বক লাশ থানায় নিয়ে আসে। একই সাথে আলোচনা-পর্যালোচনা করে হত্যাকান্ডের শিকার নিরব মিয়ার দাদা মৃত রোশন আলীর ছেলে মাদকাসক্ত বাচ্চু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহমূলক আটক করে পুলিশ।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনের লক্ষে তদন্ত কাজ অব্যাহত আছে। শুক্রবার কুমেক হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।