আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীরায়েচর এলাকার একটি ভূট্টা ক্ষেত থেকে মানিক মিয়া (২৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নিহত মানিক মিয়া দাউদকান্দি উপজেলার খালিশা গ্রামের আঃ রাজ্জাক মিয়ার ছেলে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ হত্যা রহস্য উদঘাটনে চেষ্ঠা চালাচ্ছে।