শাহ নরুল আলম,লাকসাম :–
কুমিল্লার লাকসামে ভাবকপাড়া বাজারে জায়গা সম্পত্তির পূর্ব শত্রুতার জের দরে প্রতিপক্ষের হামলায় দোকান পাট ভাংচুর ও মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাকই ইউনিয়নের ভাবকপাড়া গ্রামের সামছুল হকের সাথে একই গ্রামের তাজুল ইসলামের গংদের সাথে জমিসংক্রান্ত বিরোধ ছিল। বৃহস্প্রিতবার তাজুল ইসলাম গংদের নেতৃত্বে সামছুল হকের মুদি দোকানে হামলা করে মালামাল ও দোকানের ক্যাশ বক্স থেকে নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়, মারধোর করে হত্যার চেষ্টা করে এবং নিজের বসত বাড়ীতে গিয়ে ব্যাপক ভাংচুর করে বলে অভিযোগ করেন সামছুল হক।
খবর শুনে লাকসাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাজুকে আটক করে থানায় নিয়ে আসে পরে এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ ঘটনাটি মিমাংস করবে এমন আশ্বাশে থানা পুলিশ তাজুকে মুছলেখা নিয়ে ছেড়ে দেয়।
লাকসাম থানার পুলিশের ইনচার্জ-মনোয়ার হোসেন চৌধরী গঠনার সত্যতা নিশ্চিত করেন।