আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে চালককে হত্যা করে সিএনজি অটোরিক্সা ছিনতাই করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের রামনগর-জিংলাতলী নতুন সড়ক থেকে সিএনজি অটোরিক্্রা চালকের লাশ উদ্ধার করে গৌরীপুর ফাঁড়ি পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে আনোয়ার হোসেন দুই লাখ টাকা ঋণ নিয়ে সারে চার লাখ টাকায় একটি সিএনজি অটোরিক্সা ক্রয় করেন। ঋণের টাকা পরিশোধ করার জন্য আনোয়ার হোসেন রাতের বেলায় এবং তার ছেলে নজরুল ইসলাম দিনের বেলায় গাড়িটি চালাত। শনিবার সন্ধ্যায় গৌরীপুর-সাচার-কচুয়া সড়ক দিয়ে আনোয়ার হোসেন যাত্রীসহ গাড়িটি নিয়ে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে। আজ রবিবার সকালে রামনগর-জিংলাতলী নতুন সড়কের পাশে থেকে মুখে কস্টেপ দিয়ে মুড়ানো এবং হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে গৌরীপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত সিএনজি অটোরিক্সা চালক মোঃ আনোয়ার হোসেন ওরফে চারু মিয়া (৫৫) দাউদকান্দি উপজেলা মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর মেহাম্মদপুর (আটিপাড়া) গ্রামের মৃত আছাদ মিয়ার মিয়ার ছেলে। এ ব্যাপারে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, ছিনতাই কারীরা গাড়ির চালককে হাত-পা বাঁধা অবস্থায় পুরো মুখমন্ডল কস্টেপ দিয়ে পেচানোর ফলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ চেষ্ঠা চালাচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।