আকবর হোসেন,মনোহরগঞ্জ প্রতিনিধি :–
“নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মোরশেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভিন লুনা, বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার সোলায়মান, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ প্রভাষক মোস্তফা কামাল, মনোহরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল বাকী মিলন, সাংবাদিক আকবর হোসেন সহ মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।