আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দি মডেল থানায় সিসি ক্যামেরার উদ্ধোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি মডেল থানায় সিসি ক্যামেরার শুভ উদ্ধোধন করেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া, ওসি (তদন্ত) মোঃ আনোয়ারুল হক সহ সাংবাদিক ও পুলিশ সদস্য বৃন্দ। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি রোধে ও বিভিন্ন প্রকার অপ্রতিকর ঘটনা এড়াতে মডেল থানার ভিতরে এবং বাইরে বিভিন্ন পয়েন্ট ৮ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এর ফলে পুলিশ থানায় বসে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম দ্রুত প্রতিরোধ করতে পারবে।