কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লা প্রেসক্লাবের সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (০৪ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাত পরিচয় ৩/৪ জন যুবক প্রেসক্লাবের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।
ককটেলগুলোর মধ্যে প্রেসক্লাবের গেটে একটি, প্রেসক্লাবের সামনের মাঠে একটি এবং ক্লাব সংলগ্ন চায়ের দোকানের সামনে অপরটি বিস্ফোরিত হয়।
কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুজ্জামান সাংবাদিকদের জানান, বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।