চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি:—
চৌদ্দগ্রামে গত শনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা সাজানো বাগান ক্লাবের উদ্যোগে আয়োজিত উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজ আলম। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি চ্যাম্পিয়ন হিসাবে বিজয়ী দেড়কোটা উত্তর পাড়া বেপারী বাড়িকে একটি ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন তুলে দেন। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ড্রাইভার। বিশেষ অতিথি রানার্সআপ মধ্যমপাড়া ভানুপাড়ার হাতে একটি ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন তুলে দেন। উক্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মজুমদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা বেলাল হোসেন, ইমাম হোসেন প্রমুখ। উল্লেখ্য উক্ত খেলায় উত্তর পাড়া বেপারী বাড়ি ৩-১ গোলের ব্যবধানে মধ্যম পাড়া বানুপাড়াকে পরাজিত করে।