আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে দুর্বৃত্তের দেওয়া আগুনে ঢাকা-হোমনা পরিবহনের একটি বাস পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ২টায় দাউদকান্দি উপজেলার শহীদনগর ভাগরপুর এলাকায়। এ ব্যাপারে আজ সোমবার বাসের মালিক মোঃ মিজানুর রহমান দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও বাস মালিক জানায়, গত রবিবার রাত ১১ টায় ঢাকা-হোমনা পরিবহনের একটি মিনিবাসটি (ঢাকা মেট্রো-জ-১৪-২২৬৯) চালানোর পর চালক ও হেলাপার মালিকের বাড়ির সামনে রেখে চলে যায়। রাত ২ টার সময় হঠাৎ করে মিনিবাসটির চারদিকে আগুনের লেলিহান শিখা দেখে আসে-পাশের বাড়ির লোকজন চিৎকার করে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস আসার আগেই গাড়ির ভিতরের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাস মালিক মিজানুর রহামানের সাথে আলপাকালে তিনি বলে, ৬/৭মাস আগে অনেক টাকা ধারকর্য করে প্রায় ২৫ লাখ টাকা দিয়ে মিনিবাস বাসটি কিনেছিলাম। হরতাল অবরোধের কারণে গাড়ি পুড়ে যাওয়ার ভয়ে ১৫দিন গাড়ি বন্ধ রাখেছিলাম। সরকার গাড়ির ক্ষতিপূরণ দেওয়ার সাহসে এ হরতাল অবরোধেও গাড়ি চালাইলাম। আমার একমাত্র মিনিবাসটি দুর্বৃত্তর দেওয়া আগুনে পুড়ে যাওয়ায় এখন কোথায় থেকে এ ঋণের টাকা পরিশোধ করবো। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, বাস মালিক একটি অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।