স্টাফ রিপোর্টারঃ—
শনিবার সকালে হাইওয়ে পুলিশ কুমিল্লা-সিলেট মহাসড়কের ছোটশালঘর বাস ষ্ট্যাশন এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ১০ কেজি গাঁজাসহ একটি ব্যাগ উদ্ধার করেন। ওই ঘটনায় মাদক আইনে মীরপু হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) মোঃ আবু জাহের বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন এবং তিনি সাংবাদিকদের জানান, শনিবার কুমিল্লা-সিলেট মহাসড়কে ডিউটি পালনকালে সকাল ৯টায় পুলিশের গাড়ি দেখে দেবিদ্বার উপজেলার ছোটশালঘর বাস ষ্ট্যাশনে দুজন যুবক দৌড়ে পালিয়ে যায়। ওই সময় তাদের ফেলে যাওয়া একটি কালো ব্যাগ তল্লাসী করে কসটেপ মোড়ানো দুই কেজি ওজনের ৫টি প্যাকেটে মোট ১০ কেজী গাঁজা পাওয়া যায়।