মোঃ আক্তার হোসেন :–
মক্তবে পড়তে গিয়ে মসজিদের ইমাম কর্তৃক ধর্ষণের শিকার হলো ৫ বছরের শিশু কন্যা। অভিযুক্ত ধর্ষক মসজিদের ইমাম হাবিবুল বাশার হাবিব (২২) কে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের সরকার বাড়ী মসজিদে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সকালে মসজিদের মক্তবে আরবী পড়তে যায় উপজেলার বরকামতা গ্রামের জনৈক এক রিক্সা চালকের ৫ বছরের শিশু কন্যা। মক্তবের সকল ছাত্র ছাত্রীদেরকে ছুটি দিয়ে ওই শিশু ছাত্রীকে ডেকে নিয়ে যায় ওই অভিযুক্ত ইমাম হাবিবুল বাশার হাবিব এর কক্ষে। ইমাম ওই ছাত্রীকে প্রথমে কোলে নিয়ে আদর করে এবং একপর্যায়ে শিশুটির পরিহিত হ্যাফ প্যান্ট খুলিয়া তাকে ভয় দেখাইয়া জোর পূর্বক ধর্ষন করেন। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। প্রথম অবস্থায় দরিদ্র রিক্সা চালক পিতা মান সম্মানের ভয়ে কাউকে ধর্ষণের বিষয়টি না জানাতে চাইলেও তাহার মেয়ের অবস্থার অবনতি দেখে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত ডাক্তার ওই মেয়ের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে বুধবার রাতেই পুলিশ ওই অভিযুক্ত ধর্ষক হাবিবুল বাশার হাবিবকে আটক করেন। বৃহস্পতিবার সকালে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক হাবিবুল বাশার হাবিব উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আলী আহাম্মদ এর ছেলে।
এব্যপারে দেবিদ্বার থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে অভিযুক্ত ইমামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।