চট্টগ্রাম :–
তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘রণজিৎ’ (INS RANJIT)।
আজ মঙ্গলবার (২৪-০২-২০১৫) চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম শেরাফুল্লাহ জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ও সহকারী ডিফেন্স এ্যাটাশেসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘দূর্জয়’ অভ্যর্থনা জানায়।
শুভেচ্ছা সফরে আগত ভারতীয় নৌবাহিনীর জাহাজটিতে মোট ৫০ জন কর্মকর্তা ও ৩৫০ জন নাবিক রয়েছেন। ১৪৬.৫ মিটার দৈর্ঘ্যরে ভারতীয় এই জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন মহেন্দ্র বীর সিং নেগী। চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন সময়ে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমিসহ বিভিন্ন ঘাঁটি ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, নাবিক এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীগণ ভারতীয় জাহাজটি পরিদর্শন করবেন। শুভেচ্ছা সফরের ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২৬ ফেব্র“য়ারি ২০১৫ তারিখ বাংলাদেশ ত্যাগ করার আশা রাখে।