কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী, তিন পুরুষ ও দুই শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
উপজেলার নোয়াবাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহত ও নিহতদের সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, মহাসড়কের নোয়াবাজার এলাকায় ঢাকামুখী ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্টো-১৪-৩৩৯৯) বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি আটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন পুরুষ, দুই নারী ও দুই শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।