আকবর হোসেন,মনোহরগঞ্জ প্রতিনিধি:—
২১ শে ফেব্রুয়ারি শনিবার মনোহরগঞ্জ উপজেলার নরপাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানূরাগী ও সৌদি প্রবাসী মো: উমর ফারুক । বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মোদাচ্ছের হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও অনুষ্ঠানের উপদেষ্টা দীন ইসলাম মেম্বার, জয়নাল আব্দুল মিজি, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,মনির হোসেন, মোস্তফা কামাল , তোফাজ্জল হোসেন দুলাল, বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাছলিমা বেগম, তাহমিনা বেগম সহ আরো অনেকে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সাহিদুল ইসলাম বাবু, সাদ্দাম হোসেন ও রিপন হোসেন। পরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।