চাঁদপুর প্রতিনিধি :–
চাঁদপুর বড় স্টেশন এলাকায় বৃহস্পতিবার ভোরে অস্থায়ী রেল স্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এ সময় ট্রেনের চারটি আসন পুড়ে যায়।
চাঁদপুর রেল স্টেশনের টিএক্সআর মাজহারুল ইসলাম জানান, ট্রেনটি ডকইয়ার্ড থেকে বের হয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার আগে ট্রেনের ২০২৪ নাম্বার বগিতে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।