শাহ নুরুল আলম:—
বালাদেশের মানুষকে ভালোবাসুন, নিরীহ মানুষ রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হউন, পেট্রল বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করুন এই শ্লোগান নিয়ে জাতীয় পতাকা মাথায় বেঁধে ও প্রতিবাদ ব্যানার হাতে নিয়ে আজ বুধবার সকালে লাকসাম বাইপাস সড়কে দাঁড়িয়ে হতদরিদ্র কৃষক হাবীবুর রহমান তীব্র প্রতিবাদ ও মানববন্ধন করেন।
তার এই একক অভিনব প্রতিবাদ ও মানবন্ধন দেখে সাংবাদিকরা এগিয়ে আসলে তিনি বলেন, আমি বাঙ্গালী, এই সুন্দর সোনার বাংলাকে আমি ভালোবাসি, শান্তি-শৃঙ্খল এই সোনার বাংলায় কোন নিরীহ মানুষ রাজনীতির পদতলে পড়ে নিঃশ্বেষ হয়ে যাক আমি চাই না। অবিলম্বে দেশের সাধারণ মানুষকে রক্ষায় রাজনীতিবীদরা ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি ফিরিয়ে এনে আমাদের রক্ষা করুন। আমরা কোন রাজনীতির বলি হতে চাইনা। চাই শুধু সম্প্রীতির বাংলাদেশ।
মানববন্ধনকারী ওই কৃষক হাবীবুর রহমান উপজেলার পূর্ব লাকসাম ইউপির উত্তর নরপাটি গ্রামের মৃত. আমির উদ্দিনের ছেলে। সে হতদরিদ্র একজন দিনমুজুর।