মো. জাকির হোসেন :–
মঙ্গলবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সন্ত্রাস ও নাশকতা দমন বিষয়ক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম নাজিম উদ্দিন। মোকাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম, বুড়িচং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, বুড়িচং উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল ওহাব মাষ্টার, মোকাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা বলিলুর রহমান, আবদুল হাকিম, পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা মো. সামছুল হক, মোকাম ইউনিয়ন পরিষদের সচিব বজলুর রহমান, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম, ইউনিয়ন ভূমি কর্মকতা আবুল হাছান, কোরপাই কাকিয়ারচর ইসলামীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, নিমসার বাজার জামে মসজিদের খতিব মো. লোকমান খান, মিথলমা জামে মসজিদের ইমাম আবদুল কাদের, বুড়িচং উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মহসিন কামাল, ছাত্রলীগ নেতা মোবারক হোসেন, মো. শাহ আলম, মো. মাসদু খান, রফিকুল ইসলামসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের খতিববৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিমসার বাজারের ব্যবসায়ীবৃন্দ। সভা পরিচালনা করেন মো. লোকমান হোসেন মেম্বার।