মোঃ আক্তার হোসেন :–
দেবিদ্বার থানা পুলিশ মঙ্গলবার ভোর পৌনে ৫টায় বাগুর এলাকায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে উপজেলার বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাশেম কন্ট্রাকটার সহ ৫ নেতা কর্মীকে গ্রেফতার করেছে।
জানা যায়, দেবিদ্বার থানা পুলিশের একটি দল মঙ্গলবার ভোর পৌনে ৫টায় বাগুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাশেম কন্ট্রাকটার সহ ৫ নেতা কর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত অন্য আসামীরা হলো- হাজী অহেদ আলী ছেলে মোঃ মহসিন(২৮), আবুল কাশেম ছেলে মফিজ উদ্দিন(২৬), ময়নাল হোসেন ছেলে বিল্লাল হোসেন(৩০), দেবিদ্বার উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাশেম কন্ট্রাকটারের ছেলে কামরুল হাসান জেমস(২৬)। গ্রেফতারকৃত সকলেই দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের বাসিন্দা।
এব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, উপজেলার বাগুর গ্রামের জনৈক মহসীনের বাড়িতে ২০দলীয় জোটের চলমান হরতাল ও অবরোধে নাশকতা চালানোর উদ্দেশ্যে গোপন বৈঠক করার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় বিএনপি’র পাঁচ নেতা কর্মীকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু পূর্বক আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়।