আলমগীর হোসেন,দাউদকান্দি॥
দাউদকান্দি উপজেলা কৃষকদলের সভাপতি ও বারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.আর মাহবুবুল হককে (৫০) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গত রবিবার রাতে তাকে সাতপাড়া মডেল একাডেমীর সামনে থেকে আটক করা হয়। এছাড়াও ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন ভুইয়া (৪৮) সহ বিএনপির ৪কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক তপন কুমার বক্সী জানান, রোববার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুরে ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় এ.আর মাহবুবুল হক ও মনির হোসেন ভুইয়াকে গ্রেফতার করা হয়েছে এবং ইলিয়টগঞ্জের নিকট বিএনপির ৪ জন কর্মীকে নাশকতার প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়েছে।